দ্বিতীয় সেটের শেষ দিকে দর্শকসারি থেকে এক নারী রাফায়েল নাদালকে লক্ষ্য করে মধ্যমা দেখালেন। স্প্যানিয়ার্ড তারকা তাতে ভীষণ অবাক হলেও খেলায় কোনো প্রভাব পড়তে দেননি।
ওই নারীকে নিরাপত্তারক্ষীরা বের করে দেওয়ার পরপরই টানা দুটি পয়েন্ট নিয়ে দ্বিতীয় সেটও জিতে নেন। অস্ট্রেলিয়ান ওপেনে আমেরিকার মাইকেল মোয়ের বিপক্ষে ম্যাচটি শেষ পর্যন্ত ৬-১, ৬-৪ ও ৬-২ গেমে সহজেই জিতে নেন।
পরে সংবাদ সম্মেলনেও তাঁকে এ নিয়ে প্রশ্ন করা হলে বিষয়টিকে গুরুত্ব দিতে চাননি একেবারেই, হেসেই বলেছেন, আমি তাঁকে একেবারেই চিনি না। কেন উনি এমন করলেন, তাও জানি না।
অপ্রকৃতস্থ ছিলেন হয়তো বা। ওই নারী শুধু আঙুল দেখিয়েই ক্ষান্ত ছিলেন না, মাঝেমধ্যে চিৎকার করে নাদালের খেলায় বিঘ্নও ঘটাতে চেয়েছিলেন। কিন্তু রেকর্ড ২১ গ্র্যান্ড স্লাম জয়ের মিশনে থাকা নাদাল মনোযোগ হারাচ্ছেন না। কাল অবশ্য মেয়েদের কোর্টে অঘটনের শিকার হয়েছেন ৪ নম্বর বাছাই এবং আসরের বর্তমান চ্যাম্পিয়ন সোফিয়া কেনিন, ৬-৩ ও ৬-২ গেমে তাঁকে ছিটকে দিয়েছেন অবাছাই কায়া কানেপি। শীর্ষ বাছাই অ্যাশলি বার্টি উঠে গেছেন অবশ্য পরের রাউন্ডে।
2021-03-14 03:40:09
2021-03-13 16:40:09