ইনজুরি জেঁকে বসেছে অস্ট্রেলিয়া শিবিরে। ডেভিড ওয়ার্নার, উইল পুকোভস্কির পর নতুন করে চোট পেলেন ক্যামেরন গ্রিন। এর আগে ভারতের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের মাঝ পথে নিজেকে সরিয়ে নেন মিচেল স্টার্ক। এই পেসার এবার স্বাগতিকদের সুখবর দিলেন। খেলবেন আসন্ন অ্যাডিলেড টেস্টে।
পরিবারের এক সদস্যের অসুস্থতার কারণে সরে দাঁড়ানোয় স্টার্কের টেস্ট খেলা নিয়ে শঙ্কা তৈরি হয়। অবশেষে খুশির খবর দিলেন জশ হ্যাজলউড। এই অজি পেসার জানালেন, আগামীকাল (সোমবার) দলের সাথে যোগ দেবেন তাদের বোলিংয়ের সেরা অস্ত্র।
হ্যাজলউড বলেন, ‘আমাদের জন্য দারুণ খুশির খবর। স্টার্ক আগামীকাল যোগ দিচ্ছে। সে দলের গুরুত্বপূর্ণ অংশ। বোলিং আক্রমণের সবচেয়ে বড় অস্ত্র। বিশেষ করে গোলাপি বলের টেস্টে তার পরিসংখ্যান দুর্দান্ত। আমরা দুহাত বাড়িয়ে তাকে স্বাগত জানাবো।’
অপেক্ষার পালা শেষে আগামী বৃহস্পতিবার (১৭ ডিসেম্বর) থেকে শুরু হচ্ছে বোর্ডার-গাভাস্কার টেস্ট সিরিজ। প্রথম ম্যাচটি হবে দিবা-রাত্রির। তার আগে স্টার্ক ফিরলেও তার কষ্ট বুঝতে পারছেন অস্ট্রেলিয়ার হেড কোচ জাস্টিন ল্যাঙ্গার, ‘সময়টা স্টার্কের জন্য কঠিন যাচ্ছে সেটা বুঝতে পারছি। ও পরিবারের সাথে সময় কাটানোর জন্য ছুটি নেওয়ায় আমরা খুশি।’
2021-03-04 08:01:07
2021-03-03 21:01:07