অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনার ৬টি পৃথক এলাকায় একযোগে হামলা চালিয়েছে অজ্ঞাতসংখ্যক বন্দুকধারী। প্রাণ গেছে এক বেসামরিকের। আহত হয়েছে পুলিশসহ কমপক্ষে ১৫ জন।
সোমবার স্থানীয় সময় রাত ৮টার দিকে শুরু হয় গোলাগুলি। আহতদের মধ্যে সাতজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন মেয়র।
পুলিশ জানিয়েছে, পাল্টা অভিযানে এক হামলাকারীও নিহত হয়েছে।
হামলার কারণ জানা না গেলেও প্রাথমিক ভাবে একে ‘সন্ত্রাসী হামলা’ আখ্যা দিয়েছেন অস্ট্রিয়ান চ্যান্সেলর সেবাস্টিয়ান কার্জ।
নগরীর প্রধান ইহুদি ধর্মীয় উপাসনালয়ের কাছে এ হামলা হলেও উপাসনালয়টিই হামলার লক্ষ্য ছিল কি না- তা এখনও স্পষ্ট নয়।
রাজধানী বড় অংশ ঘিরে রেখে অভিযান চালাচ্ছে নিরাপত্তা বাহিনী। এ বিষয়ে অনুসন্ধান চলছে।
2021-05-04 18:49:00
0000-00-00 00:00:00