অষ্ট্রেলীয়ার সর্বশেষ কোভিড-১৯ আপডেট

অষ্ট্রেলীয়ার স্বাস্থ্য বিভাগের রেকর্ড অনুসারে গত ২৪ ঘন্টায় অষ্ট্রেলীয়াতে সর্বনিম্ন করোনায় আক্রান্ত হয়েছে ১৯ জন। এর মধ্যে নিউ সাউথ ওয়ালসে ২ জন, ভিক্টোরিয়াতে ১৪ জন, ওয়েস্টার্ণ অষ্ট্রেলীয়াতে ১ জন আর কুইন্সল্যান্ডে ২জন । গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা করা হয়েছে ৩৩,০৩৯ টি।

অষ্ট্রেলীয়াতে এখন পর্যন্ত করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে ২৬,৮৯৮ জন, এদের মধ্যে সুস্থ হয়েছে ২৪,০৫৭ জন এবং মারা গেছে ৮৪৯ জন, যার মধ্যে নিউ সাউথ ওয়ালসে ৫৩ জন, ভিক্টোরিয়াতে ৭৬১ জন, ওয়েস্টার্ণ অষ্ট্রেলীয়াতে ৯ জন, তাসমানিয়াতে ১৩ জন, সাউথ অষ্ট্রেলীয়াতে ৪ জন, কুইন্সল্যান্ডে ৬ জন, ক্যানবেরাতে ৩ জন।

বর্তমানে অষ্ট্রেলীয়াতে করোনা রোগীর সংখ্যা ৯০৯ জন, এদের মধ্যে হাসপাতালে ভর্তি আছে ১০৯ জন, আইসিইউতে আছেন ১০ জন, এদের মধ্যে ৮ জন ভিক্টোরিয়াতে আর ২ জন নিউ সাউথ ওয়ালসের হাসপিটালের আইসিইউতে আর বাকী ৮০০ জন সেল্ফ কোরেন্টাইনে।

অষ্ট্রেলীয়াতে এই পর্যন্ত করোনা টেষ্ট করা হয়েছে ৭,২৯৬,২৫২ জন যার ১% পজেটিভ রেজাল্ট এসেছে।

2021-01-30 06:29:31

0000-00-00 00:00:00

Published
Categorized as 17

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *