অষ্ট্রেলীয়ার সর্বশেষ করোনা ভাইরাসে খবর

অষ্ট্রেলীয়ার স্বাস্থ্য বিভাগের রেকর্ড অনুসারে গত ২৪ ঘন্টায় অষ্ট্রেলীয়াতে করোনায় ভাইরাসে আক্রান্ত হয়েছে ১৩ জন। ওয়েষ্টার্ণ অষ্ট্রেলীয়াতে ৭ জন, সাউথ অষ্ট্রেলীয়াতে ১ জন, নর্দার্ণ টেরিটরিতে ৫ জন আর বাকী রাজ্যগুলোতে কেউ আক্রান্ত হয়নি। গত ২৪ ঘণ্টায় অষ্ট্রেলীয়াতে নমুনা পরীক্ষা করা হয়েছে ৪৪,২৮৩ টি।

অষ্ট্রেলীয়াতে এখন পর্যন্ত সর্বমোট করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে ২৭,৮৬৭ জন, এদের মধ্যে সুস্থ হয়েছে ২৫,৩৭৬ জন এবং এখন পর্যন্ত মোট মারা গেছে ৯০৭ জন যার মধ্যে নিউ সাউথ ওয়ালসে ৫৩ জন, ভিক্টোরিয়াতে ৮১৯ জন, ওয়েস্টার্ণ অষ্ট্রেলীয়াতে ৯ জন, তাসমানিয়াতে ১৩ জন, সাউথ অষ্ট্রেলীয়াতে ৪ জন, কুইন্সল্যান্ডে ৬ জন, ক্যানবেরাতে ৩ জন।

বর্তমানে অষ্ট্রেলীয়াতে করোনা রোগীর সংখ্যা ৮৪ জন, এদের মধ্যে হাসপাতালে ভর্তি আছে ২৪ জন।
অষ্ট্রেলীয়াতে এই পর্যন্ত মোট করোনা টেষ্ট করা হয়েছে ৯,৮৭২,০১১ টি যার ১% এর কম পজেটিভ রেজাল্ট এসেছে।

অষ্ট্রেলীয়াতে মোট আক্রান্ত ২৭,৮৬৭ জনের করোনা ভাইরাসে সোর্স ছিল কমিউনিটির মাধ্যমে ট্রান্সমিশন ১৭,৬৭৭ জন, কমিউনিটির মাধ্যমে কিন্তু সোর্স পাওয়া যায়নি ৪,৪১০ জনের, ওভারসীস ফেরতদের মাধ্যমে ৫,৭৮০ জন।

2021-03-07 02:39:56

2021-03-06 15:39:56

Published
Categorized as 16

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *