অষ্ট্রেলীয়ার স্বাস্থ্য বিভাগের রেকর্ড অনুসারে গত ২৪ ঘন্টায় অষ্ট্রেলীয়াতে করোনায় ভাইরাসে আক্রান্ত হয়েছে ৩২ জন। স্হানীয়দের মাধ্যমে ২৫ জন আর ওবার সিস কোরেনটাইনের মাধ্যমে ৭ জন, এদের নিউ সাউথ ওয়ালসে ১৯ জন, কুইন্সল্যান্ডে ২ জন, নর্দন টেরিটরিতে ২ জন, আর ওয়েস্টার্ণ অষ্ট্রেলীয়াতে ২ জন। গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা করা হয়েছে ১২৬,৯৪৫ টি।
অষ্ট্রেলীয়াতে এখন পর্যন্ত সর্বমোট করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে ৩০,৫৬২ জন, এদের মধ্যে মোট মারা গেছে ৯১০ জন।
বর্তমানে অষ্ট্রেলীয়াতে করোনা রোগীর সংখ্যা ২৯৪ জন, এদের মধ্যে হাসপাতালে ভর্তি আছে ৬০ জন।
অষ্ট্রেলীয়াতে এই পর্যন্ত মোট করোনা টেষ্ট করা হয়েছে ২০,৫৩৪,৩৭৫ জনের যার ১% এর কম পজেটিভ রেজাল্ট এসেছে।
2021-07-01 17:17:28
2021-07-01 07:17:28