অষ্ট্রেলীয়াতে পেট্রোলের দাম রেকর্ড

করোনা মহামারীর পর এবার ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের কারণে বিশ্বব্যাপী জ্বালানি তেলের দামের ঊর্ধ্বগতি অনুভূত হচ্ছে অষ্ট্রেলীয়ার পেট্রোল পাম্পেও।  পেট্রোলের গড় দাম প্রায় ২ ডলারের কাছাকাছি। অক্টেন ৯৮ এর দাম ২ ডলারের বেশী।  
রাশিয়া বিশ্বের অপরিশোধিত তেলের দ্বিতীয় বৃহত্তম রপ্তানিকারক, তাই উদ্বেগের বিষয় হচ্ছে, রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা বিশ্বব্যাপী জ্বালানি তেল সরবরাহ সীমিত হতে পারে এবং আন্তর্জাতিক বাজারে দাম আরো বাড়িয়ে দিতে পারে। 
এদিকে, ক্রেমলিন চায় না যে, রাশিয়ান জনগণ ভাবুক যে এই নিষেধাজ্ঞা তাদেরকে কাবু করতে চলেছে। যদিও আন্তর্জাতিক বিশেষজ্ঞরা বলছেন, তারা বিষয়টা অবশ্যই অনুভব করবে এবং তা গভীরভাবেই। 
ইতিমধ্যেই এর কিছু প্রভাব দেখা যাচ্ছে, ডলারের বিপরীতে রুবল (রাশিয়ান মুদ্রা)-এর মান রেকর্ড পরিমাণ নিচে নেমে এসেছে। 

2022-04-09 16:35:27

2022-04-09 06:35:27

Published
Categorized as 16

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *