অষ্ট্রেলীয়ার আকাশে পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি। ফলে ঈদ উদযাপিত হবে মঙ্গলবার। য়ারা ১লা এপ্রিল ক্যালেন্ডার ফলো করে রোজা রেখেছেন তারা আজ ঈদ করছেন।
রোববার অষ্ট্রেলীয়ার আকাশে শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি। ফলে পূর্ণ হচ্ছে ৩০ রোজা যারা চাঁদ দেখে রোজা শুরু করেছেন, সেক্ষেত্রে ঈদ উদযাপিত হবে মঙ্গলবার।
2022-05-01 04:15:17
2022-05-01 04:15:17