অবশেষে ভাস্কর্য ইস্যু নিয়ে মুখ খুললেন ড. কামাল

সারাদেশে যখন ভাস্কর্য নিয়ে বিভিন্ন ইসলামী সংগঠনের প্রতিবাদ চলছে তখন ভাস্কর্য ইস্যুতে মুখ খুললেন ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ও গণফোরাম সভাপতি ড.কামাল হোসেন। বেইলি রোডের নিজ বাসায় ডাকা সংবাদ সম্মেলনে তিনি দলের বর্তমান অবস্থা ও ভাস্কর্য ইস্যু নিয়ে কথা বলেন সাংবাদিকদের সঙ্গে।

এই সংবাদ সম্মেলনে তার সঙ্গে উপস্থিত ছিলেন গণফোরামের সাবেক সাধারণ সম্পাদক মোস্তফা মহসিন মন্টু।

এ সময় ভাস্কর্য ইস্যুতে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে ভাস্কর্যের সঙ্গে ধর্মের কোন সম্পর্ক নেই বলে মন্তব্য করেন তিনি। তিনি বলেন, ‘ভাস্কর্য দেশের ইতিহাস ও ঐতিহ্যকে ধারণ করে।’এদিন, গণফোরাম এক ও ঐক্যবদ্ধ আছে বলেও জানান ড. কামাল হোসেন।

গেল বছর গণফোরামের ৫ম জাতীয় কাউন্সিলের পর ঘোষিত কমিটিতে স্থান পাওয়া না পাওয়া নিয়ে বিরোধে জড়ায় দলের দুই অংশ।

নতুন কমিটিতে সাধারণ সম্পাদক মোস্তফা মহসিন মন্টুকে বাদ দিয়ে সাধারণ সম্পাদক করা হয় একাদশ জাতীয় নির্বাচনের আগে দলে যোগ দেয়া ড. রেজা কিবরিয়াকে। এক পর্যায়ে কেন্দ্রীয় কমিটির সভা আহ্বান নিয়ে পাটাপাল্টি অবস্থান নেয় মন্টু এবং রেজা গ্রুপ। এ নিয়ে ঘটে বহিষ্কার ও পাল্টা বহিষ্কারের ঘটনাও।

এভাবেই গত এক বছর দ্বন্দ্ব আর বিবাদে কাটে গণফোরামের কার্যক্রম।যদিও এদিন উপস্থিত ছিলেন না সাধারণ সম্পাদক রেজা কিবরিয়াসহ কয়েকজন শীর্ষ নেতা।

এ ব্যাপারে দলের সাবেক সাধারণ সম্পাদক মন্টু জানান, তাদের মধ্যে কোন অনৈক্য নেই। আসছে জানুয়ারিতে দলের কাউন্সিল, কমিটি ও অন্যান্য বিষয় নিয়ে সিদ্ধান্ত নেয়ার কথা জানানো হয় সংবাদ সম্মেলনে।

2021-01-30 06:29:31

0000-00-00 00:00:00

Published
Categorized as 17

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *