অবশেষে পিএসজির জার্সিতে গোলের খাতা খুললেন মেসি

সম্প্রতি বার্সেলোনা ছেড়ে পিএসজিতে যোগ দিয়েছেন অনেকদিন হলো। কিন্ত ঠিকমতো নিজেকে মেলে ধরতে পারছিলেন না লিওনেল মেসি। অবশেষে সকল আক্ষেপের অবসান ঘটিয়ে পিএসজির জার্সিতে গোলের খাতা খুললেন আর্জেন্টাইন সুপারস্টার মেসি। 
আর যেনতেন ম্যাচে নয়, সেটাও একেবারে চ্যাম্পিয়ন্স লিগের মতো আসরে ম্যান সিটির বিপক্ষে হাইভোল্টেজ ম্যাচেই। 
এদিকে ইউরোপ শ্রেষ্ঠত্বের লড়াই উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের আজকের ম্যাচে ম্যানসিটির বিপক্ষে পিএসজির জার্সিতে নিজের চতুর্থ ম্যাচ খেলতে নেমেছেন মেসি। আর এই ম্যাচের ৭৪ মিনিটে গোলটি করেন আর্জেন্টিনার এই তারকা। 
এদিন ম্যাচের ৭৪ মিনিটে কিলিয়ান এমবাপের দুর্দান্ত এক পাস থেকে আচমকা শটে গোলটি করেন আর্জেন্টিনার এই ক্ষুদে জাদুকর। তার গোলটি পিএসজিকে এগিয়ে দেয় ২-০ ব্যবধানে।

2021-11-24 22:11:04

2021-11-24 11:11:04

Published
Categorized as 19

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *