গত বছরের ২৯ অক্টোবর বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের উপর আরোপিত হয় আইসিসির নিষেধাজ্ঞা। সেদিনই টেস্ট, ওয়ানডে ও টি-টোয়েন্টি র্যাংকিং থেকে সাকিবের নাম মুছে ফেলা হয়। গত ২৯ অক্টোবর উঠে গেছে সাকিবের উপর থেকে উঠে গেছে সেই নিষেধাজ্ঞা।
তাই আবারো র্যাংকিংয়ে অন্তর্ভুক্ত হতে যাচ্ছে তার নাম। নিষেধাজ্ঞার আগে সাকিব ছিলেন বিশ্বের অন্যতম সেরা অলরাউন্ডার। তিন ফরম্যাটেই অলরাউন্ডার র্যাংকিংয়ের শীর্ষে থাকার স্বাদ নিয়েছেন সাকিব। দীর্ঘ সময় সব ফরম্যাটেরই শীর্ষ অলরাউন্ডার ছিলেন।
বাকি সময়ও কোনো না কোনো ফরম্যাটে শীর্ষেই ছিলেন। নিষেধাজ্ঞার আগেও একদিনের ক্রিকেটে তিনি ছিলেন শীর্ষ অলরাউন্ডার। আইসিসি যখনই তাদের পরবর্তী হালনাগাদকৃত র্যাংকিং প্রকাশ করবে, তখনই র্যাংকিংয়ে থাকবে সাকিবের নাম। সাধারণত প্রতিটি সিরিজের পর র্যাংকিং হালনাগাদ করে আইসিসি।
পাকিস্তানে স্বাগতিক দলের বিপক্ষে জিম্বাবুয়ের ওয়ানডে সিরিজ শেষ হয়েছে গতকাল। সেই হিসেবে আজ হালনাগাদ হতে পারে আইসিসির ওয়ানডে র্যাংকিং। তাই আজই সাকিব ফিরতে পারেন র্যাংকিং টেবিলে।সাকিবের অনুপস্থিতিতে ওয়ানডে র্যাংকিংয়ের শীর্ষস্থান ধরে রেখেছেন আফগানিস্তানের মোহাম্মদ নবী।
তবে, আইসিসির পরবর্তী প্রকাশিত র্যাংকিংয়ে সাকিব কততম স্থানে থাকবেন সেটা বলা মুশকিল। কারণ নিষেধাজ্ঞায় তিনি লঙ্কানদের বিপক্ষে তিন ওয়ানডে ছাড়াও মিস করেছেন জিম্বাবুয়ের বিপক্ষে তিন ও পাকিস্তানের বিপক্ষে একটি ওয়ানডে।
বর্তমানে আইসিসির ওয়ানডে র্যাংকিংয়ে ব্যাটিংয়ে শীর্ষে বিরাট কোহলি। ব্যাটিং বাংলাদেশের সেরার তালিকায় ২২ নম্বরে আছেন তামিম ইকবাল। আর বোলিংয়ে শীর্ষে নিউজিল্যান্ডের ট্রেন্ট বোল্ট। এরপর জাসপ্রিত বুমরা। বাংলাদেশের প্রতিনিধি হিসেবে সেরা ১৪ নম্বরে মেহেদি হাসান মিরাজ। অলরাউন্ডারদের মধ্যে সর্বোচ্চ ৩০১ নিয়ে বর্তমানের বিশ্বসেরা আফগানিস্তানের মোহাম্মদ নবী। আর ২০ নম্বরে টাইগার অলরাউন্ডার মেহেদি মিরাজ।
2021-05-04 21:30:15
0000-00-00 00:00:00