অজি তারকা ম্যাক্সওয়েল আইপিএলে না খেলার কোনো কারণ দেখছেন না

বিশ্বকাপ পিছিয়ে যাওয়াটা এক প্রকারে শাপেবর হিসেবে ধরা দিল যেন অজি তারকা ক্রিকেটার গ্লেন ম্যাক্সওয়েলের কাছে। কেননা এতে করে সম্ভাবনা বেড়েছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) আয়োজনের। আর যেখানে খেলে তিনি আয় করতে পারবেন বড় অংকের পারিশ্রমিক।
যেহেতু বিশ্বকাপ পিছিয়ে গেছে তাই আসন্ন আইপিএলে অংশ নিতে না যাওয়ার কোনো কারণ তিনি দেখছেন না। যা কিনা সেপ্টেম্বরের শেষ দিকে অনুষ্ঠিত হবার সম্ভাবনা রয়েছে আরব আমিরাতে।

ম্যাক্সওয়েল বলেন, ‘অপেক্ষা করুন এবং দেখুন, অন্যরা কি বলে সেটি শুনুন, ভ্রমণকালীন আপনাকে কি করতে হবে, কি করতে হবে না সেটি জানুন এবং কোয়ারেন্টিন বিধি মানুন। এসব কিছু ঠিকঠাক মতো হলে আইপিএলে আমার না যাবার কোনো কারণ নেই।’
সেই সঙ্গে ৩১ বছর বয়সী এই তারকা খেলোয়াড় ইংল্যান্ড সফর দিয়ে আন্তর্জাতিক অঙ্গনে ফিরতে বেশ আশাবাদী। ইংল্যান্ডের বিপক্ষে না হলেও খুব দ্রুতই আন্তর্জাতিক অঙ্গনে ফিরতে চান এই ম্যাক্সি।

ম্যাক্সওয়েল এ প্রসঙ্গে বলেন, আমি বরাবরই মানসিকভাবে নিজেকে এই সময়ের জন্য প্রস্তুত রাখছিলাম যে ক্রিকেট আবার ফিরে আসবে। কোথায় আমাকে শেষ করতে হবে বা শেষ কার সঙ্গে খেলব সে সম্পর্কে আমি ভাবিনি। আমি আমাকে প্রস্তুত করেছি, এটা নিশ্চিত করার জন্য যে আমি কোনো সিরিজের জপ্ন্য প্রস্তুত কিনা।’
আন্তর্জাতিক ক্রিকেটে অস্ট্রেলিয়ার জার্সি গায়ে ম্যাক্সওয়েলকে সর্বসেশ দেখা গেছে গেল বছরের অক্টোবরে; শ্রীলংকার বিপক্ষে টি-টোয়েন্টি ম্যাচে। এরপরই মানসিক অবসাদের কারণে ক্রিকেট থেকে সাময়িক বিরতি নিয়েছিলেন তিনি।

2021-05-04 20:01:51

0000-00-00 00:00:00

Published
Categorized as 16

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *