ওয়াটসন আইপিএলে ১৪৫ ম্যাচ খেলেছেন। ২০০৮ সালে প্রথম অংশ নিয়েই রাজস্থান রয়্যালসকে চ্যাম্পিয়ন করেন অস্ট্রেলিয়ার হয়ে দুটি বিশ্বকাপ জেতা ওয়াটসন। ওই আসরে টুর্নামেন্ট সেরাও হন তিনি। এছাড়া ২০১৩ সালের আসরে হন টুর্নামেন্ট সেরা ক্রিকেটার।
ড্রেসিংরুমে অবসরের কথা জানানো পর ওয়াটসন আবেগপ্রবণ হয়ে পড়েন। আর এই দলে খেলতে পারাটা তার জন্য ছিল সম্মানের।
৩৯ বছর বয়সী এই তারকা অস্ট্রেলিয়ান জাতীয় দলের হয়ে ৫৯টি টেস্ট, ১৯০টি ওয়ানডে ও ৫৮টি টি-টোয়েন্টি খেলেছেন। আর আইপিএলে মোট ১৪৫টি ম্যাচ খেলেছেন, যেখানে চেন্নাইর হয়ে ছিল ৪৩টি ম্যাচ।
2021-05-04 20:30:51
0000-00-00 00:00:00