অক্সফোর্ডের ভ্যাকসিন নেপাল ভুটানে ফ্রি করে দিচ্ছে সে দেশের সরকার, বাংলাদেশে দাম হবে ৪২৫ টাকা

অন্যান্য অনেক দেশের তুলনায় কম দামে অল্প সময়ে করোনাভাইরাসের ভ্যাকসিন পাবে বাংলাদেশ বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

তিনি বলেছেন, অক্সফোর্ডের ভ্যাকসিন সর্বোচ্চ ৫ ডলার অর্থাৎ বাংলাদেশি টাকায় ৪২৫ টাকা খরচে পাওয়া যাবে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা অক্সফোর্ডের ভ্যাকসিন শিগগিরই অনুমোদন দেবে। এ ভ্যাকসিনে পার্শ্বপ্রতিক্রিয়া কম।

মানিকগঞ্জে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এ কথা জানান তিনি।

জাহিদ মালেক বলেন, প্রায় ৬ কোটি মানুষের জন্য ভ্যাকসিনের অর্ডার নিশ্চিত করা হয়েছে। পর্যায়ক্রমে আরও অর্ডার দেওয়া হবে। অক্সফোর্ডের ভ্যাকসিন ৩ কোটি ডোজই পাওয়া যাবে, প্রথম চালানে আসবে ৫০ লাখ ডোজ।

জানুয়ারি মাসেই ভ্যাকসিনের প্রথম চালান আসবে বলে জানান স্বাস্থ্যমন্ত্রী।

তিনি বলেন, প্রথম চালানের ভ্যাকসিন কাদের প্রথম দেয়া হবে, সে বিষয়ে তালিকা প্রণয়নে প্রধানমন্ত্রীর মুখ্যসচিবের নেতৃত্বে একটি কমিটি কাজ করছে। ভ্যাকসিন দেয়ার পরও মাস্ক পরাসহ স্বাস্থ্যবিধি অনুসরণ করতে হবে।

স্বাস্থ্যমন্ত্রী বললেন, ১৮ বছরের নিচে যারা আছেন, তাদেরকে ভ্যাকসিন দেওয়া সম্ভব নয়। কারণ এ বয়সের ওপর ভ্যাকসিন ট্রায়াল করা হয়নি পৃথিবীর কোথাও, সেজন্য আমরা দিব না। ১৮ বছরের নিচে আমাদের জনসংখ্যার ৪০ শতাংশ। 

অর্থাৎ প্রায় ৪-৫ কোটি। তাদের ভ্যাকসিনের প্রয়োজন হবে না। বিদেশে যারা আছে, তাদেরও হিসেব করেছি। তারা তো বিদেশেই আছে, তাদের তো এ মুহূর্তে ভ্যাকসিনের প্রয়োজন হবে না। প্রায় ৩৫-৪০ লাখ মায়েরা গর্ভবতী থাকেন, তাদের ভ্যাকসিন দিতে হবে না। যারা গুরুতর অসুস্থ, তাদের ভ্যাকসিন দেওয়া যাবে না।’

2021-03-04 07:00:50

0000-00-00 00:00:00

Published
Categorized as 18

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *